দাদ থেকে মুক্তি
দাদ/দাউদ (Fungal Infection) হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। যদিও দাদ অল্প বয়স্ক পুরুষদের বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে যেকোনো বয়সের নারী, পুরুষের হতেই পারে। দাদ/দাউদ একটি নিচমাত্রার ছত্রাকজনিত ছোঁয়াচে রোগ। সাধারণত যারা স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকেন যেমন- জেলে, গার্মেন্টস কর্মী, মাদ্রাসা ছাত্র, যারা নিয়মিত তাব্লিক করেন, যারা অতিমাত্রায় ঘামেন, যারা একটু অপরিষ্কার থাকেন , যারা একটু স্থুল (obesity) সাধারণত তাদেরই এই রোগ বেশি হয়। দাদ/দাউদ শরিরের যেকোনো স্থানেই হতে পারে। তবে মাথা,...
Posted Under : Health Tips
Viewed#: 300
আরও দেখুন.

